মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম এলাকায়

শনিবার ভোরে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের তিনজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত আরো চার ডাকাতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে দুটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও কয়েকটি ধারালো

অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে একজনের নাম আজাদ।

নিহত ও আহত অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সকালে পুলিশ সুপার অতিরিক্তি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম আজাদ। নবগ্রামের

বাসিন্দা আজাদ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামী বলেও জানান এসপি। নিহত ও আহত অন্যদের পরিচয়

নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামে বিভিন্ন স্থানে লোকজন ডাকাতদের খুঁজে বেড়াচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, রাত আড়াইটার দিকে আনুমানিক ১০-১২ জনের একদল ডাকাত নবগ্রাম এলাকার

এনায়েত বেপারিরর বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ওই বাড়ির লোকজনের শোর চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে চারদিক থেকে ডাকাতদেরকে ঘিরে ফেলে।

এক পর্যায়ে ডাকাত দলের ৭ জনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুদ্ধ লোকজন। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় নোয়াখালী আরো চারজনকে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here