নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, আটপাড়াসহ বেশ কিছু এলাকায় আমন ধানে পেকার আক্রমন দেখা দিয়েছে। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকরা ফসল হানীর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় শীষকাটা, লেদাপোকার আক্রমন, কান্ডপচা,ফুল পচা রোগে ফসলী মাঠ বিবর্ন হয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলী মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জেলার  পূর্বধলায় এবার সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। উপজেলায় ১১টি ইউনিয়নে ২০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন আবাদ করা হয়েছিল। আমন রোপনের পর অতি বৃস্টির কারনে চারা তলিয়ে নষ্ট হয়ে যায়। পানি কমলে কৃষকরা পূনরায় চারা রোপন করে। ধান গাছে সবুজ রং ধারনের সাথে সাথেই লেদ পোকার আক্রমন দেখা দেয়। ধান গাছ লালছে হয়ে শুকিয়ে যায়। এক পর্যায়ে ছত্রাকজনিত কারনে কান্ডে ও ফুলে পচন ধরে ধান গাছ মরে যায়। উপজেলার জারিয়া, মেঘশিমূল, ধলা, যাত্রাবাড়ি, ঘাগড়াসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, পানির অভাবে ফসলী জমি ফেটে চৌচির হয়ে গেছে। জমির ধান গাছ শুকিয়ে মরে গেছে। এতে করে ওই সমস্ত এলাকার কৃষকরা ফসলের ক্ষতি দেখে দিশেহারা হয়ে পড়েছেন। জেলার দুর্গাপুরের গাওকান্দিয়া, খনুয়া, বিলাশপুর, আতকাপাড়া, নোয়াপাড়া, নোয়াগাও, মেনকী, বারমারি এলাকায় লেদাপোকার আক্রমনে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দূর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। জমিতে পোকার আক্রমন দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সদর উপজেলার মৌগাতী এলাকায় কয়েকটি গ্রামে পোকার আক্রমন দেখা দেয়। এ ছাড়া জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলা, তেলীপাড়া, কাছুটিয়াসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে ওই সমস্ত গ্রামে পানির অভাবে ফসলী জমি ফেটে গেছে। কৃষকরা দূরদূরান্ত থেকে পানি সেচ দয়ার চেষ্টা করছেন। পানির অভাবে ধান গাছ বিবর্ন এবং মরে যাচ্ছে ।

নেত্রকোনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আবদুল মালেক জানন, বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে পোকার আক্রমন কিছুটা দেখা দিয়েছে। আমরা তা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিজয় চন্দ্র দাস/নেত্রকোনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here