ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “তারা এখনো ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি। তবে তার ভাষায় ইরানে হামলার অধিকার ইসরাইলের রয়েছে।নেতানিয়াহু-ওবামা বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থাগুলো মঙ্গলবার এ খবর দিয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে একান্ত বৈঠকে ওবামা ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করতে হামলার চিন্তা বাদ দেয়ার আহ্বান জানান বলে সূত্রটি দাবি করেছে। ওবামা বলেছেন, “আমি মনে করি কূটনৈতিক উপায়ে ইরানের বিষয়টি সমাধানের সময় এখনো আছে। এর আগেও ওবামা এ ধরনের মন্তব্য করেছিলেন। এ সময় নেতানিয়াহু, ওবামাকে এই বলে আশ্বস্ত করেন যে, ইরানে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গত কিছু দিন ধরেই ইসরাইল ইরানের ওপর হামলার হুমকি দিয়ে আসছে।

তবে তার মিত্র যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ ইরানে হামলার সর্বনাশা পরিণতির বিষয়ে ইসরাইলকে বার বারই সতর্ক করছে। আর ইরান বলছে, আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here