বৃষ্টি হচ্ছে আজ

-নূর কামরুন নাহার

বৃষ্টি হচ্ছে আজ, এই প্রিয় শহরে
ভেজা রাজপথে প্রতিবিম্ব রেখে
বসে আছি ব্যস্ত চেয়ারে, টেবিলে জরুরি কাজ।

বৃষ্টি হচ্ছে আজ, তোমার শহরে
মুক্তো দানা ঝরে লেকের জলে
তুমি জানালায় চোখ রেখে দেখ বৃষ্টির কারুকাজ।
বৃষ্টি হচ্ছে আজ ,
আমার পায়ের নিচে শক্ত পাথুরে মেঝে
বুকে জলের প্রপাত
তোমার দৃষ্টি ছুঁয়ে, বৃষ্টি জল ঝরে
পায়ের কাছে পোঁষা বেড়ালের ঘনিষ্ট উত্তাপ।

বৃষ্টি হচ্ছে আজ
বাতাসে জলের নিক্কন, আকাশে মেঘের সাঁজ
কখন নেমেছে বৃষ্টি তোমার, কি শব্দ তার
রিমঝিম, রিনঝিন, না ঝমঝম প্রমত্ত মাতাল।
সে কি এনেছে হাওয়া উথাল পাথাল
জানি না কিছুই শুধু জানি বৃষ্টি হচ্ছে আজ
এখানে ওখানে

বৃষ্টি হচ্ছে আজ
টুপটুপ জলে ভিজে বৃক্ষের সারি
ভিজে ঘাস, সবুজ পাতা
সর্ব অঙ্গে রাখে সোহাগের ভাঁজ।
চারিদিকে বৃষ্টির গভীর গান, হাওয়ার নাচন
এই বৃষ্টি, ছেড়া মেঘ, কালো আকাশ
এই ঘন দিনে
প্রিয় বেড়ালের তুলতুলে ওমে
কাকে খোঁজো তুমি?
জানি আমাকে, নিশ্চিত জানি আমাকেই
ইউক্লিডের জ্যামিতির মতো ধ্রুব জানি
আমাকে, আমাকেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here