বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে :: নিউ ইয়র্কে কিংবদন্তির মহানায়িকা সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় পাবনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা পাবনা মেডিকেল কলেজের যে কোনো একটি ছাত্রীবাসের নামকরণ সুচিত্রা সেনের নামে করার দাবি জানিয়েছেন নিউইয়র্কস্থ সুচিত্রা সেন মেমোরিয়াল। গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুক্তধারা প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় বক্তারা এ দাবি জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
মুক্তধারায় সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, তার অভিনীত কালজয়ী চলচ্চিত্র ও প্রকাশিত গ্রন্থ প্রদর্শনীর মাধ্যমে তাকে স্মরণ করছেন সুচিত্রা সেন মেমোরিয়াল। সুচিত্রা সেন মেমোরিয়াল আয়োজিত অনুষ্ঠানটি তার অভিনীত ছবিগুলোর বিখ্যাত গানগুলো উচ্চ শব্দে বাজানো শুরু হয় সকাল ১০টা থেকে। সন্ধ্যায় ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পুরস্কারপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দীন হোসেন। অনুষ্ঠানে নাসিমুন নাহার নিনি, বিশ্বজিত সাহা, ফাহিম রেজা নূর, সুব্রত বিশ্বাস, ওবায়দুল্লা মামুন, তালুকদার মোহাম্মদ রতন, শিবলী সাদেক, আনোয়ার উদ্দিন প্রমুখ প্রদীপ জ্বালিয়ে মহানায়িকাকে শ্রদ্ধা জানান। এ অনুষ্ঠানে সকাল থেকেই সুচিত্রা ভক্তরা উপস্থিত হন। রাস্তা থেকে সুচিত্রা সেন অভিনীত গানগুলো শুনে ভিড় করেন। আয়োজক সংগঠনের সদস্য সচিব গোপাল সান্যাল পাবনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা পাবনা মেডিকেল কলেজের যে কোনো একটি ছাত্রীবাসের নামকরণ সুচিত্রা সেনের নামে করার দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here