অধিনায়কের শতকের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেল দক্ষিণ আফ্রিকা৷ শনিবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটের জয় পায় প্রোটিয়াসরা৷

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম৷ নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেটে ২৫৩ রান করে তাঁর দল৷ ম্যাককুলাম নিজে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আর উইলিয়ামসন করেন ৫৫৷

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ সেসময় দলের রান ছিল মাত্র ৩৫৷ কিন্তু এরপর অধিনায়ক ডি ভিলিয়ার্স দুমিনির সঙ্গে মিলে ধীরে ধীরে জয়ের ভিত গড়ে তোলেন৷ চতুর্থ উইকেট জুটিতে তারা ৯০ রান যোগ করেন৷ এরপর দুমিনি আউট হয়ে গেলে প্লেসিসের সঙ্গে জুটি গড়ে জয় নিশ্চিত করেন ডি ভিলিয়ার্স৷ নিজের সংগ্রহ তখন অপরাজিত ১০৬ রান৷

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার নেপিয়ারে৷ আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী শনিবার, অকল্যান্ডে৷

এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় একদিনের সিরিজে আগামীকাল রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়া৷ ফাইনালের আশা জিইয়ে রাখতে ভারতকে এ ম্যাচে জিততেই হবে৷ ভারতের শেষ ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ এই সিরিজের ফাইনাল তিনটি হবে আগামী মাসের ৪, ৬ ও ৮ তারিখে৷

এদিকে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরেন্দ্র শেবাগ ও গৌতম গাম্ভীরের সম্পর্ক খারাপ যাচ্ছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ তবে ধোনি এসব খবর অস্বীকার করেছেন৷

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here