ঢাকা: বিরোধী জোটের অবরোধ চলাকালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তিনি হচ্ছেন হতভাগ্য ট্রাকচালক মেহেদী হাসান (৩০)।

হাসপাতালে টানা ছয় দিন বেঁচে থাকার জন্য লড়াইয়ের পর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিউই) প্রধান শাহ আলম ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদীর বাড়ি ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনয়িনের বিলমাহমুদপুর এলাকায়। পিতার নাম তারা মিয়া।

গত শনিবার রাতে ফরিদপুর শহরের হরিসভা এলাকায় দুর্বৃত্তরা মেহেদীর ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি পুড়ে যান।

প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেহেদীর মৃত্যুর খবর ফরিদপুরে গ্রামের বাড়ি শহরের বায়তুল আমানতে পৌঁছলে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here