নাহার আহমেদ

কারারুদ্ধ পৃথিবীতে

-নাহার আহমেদ

 

নিত্যকার রুটিনগুলো এখন কারারুদ্ধ ।
ভয়াবহ আতঙ্কের চাকায় পিষ্ট
কঠিন বাস্তবতা ।
চাওয়া পাওয়ার প্রত্যাশাগুলো
অবরুদ্ধ ।
হতাশার গুমোট আচ্ছাদনে অসাঢ় অনুভূতি
অস্তিত্ব ।
আঁচলের ভাজেভাজে বিষণ্ণতা ।
পরিএানের প্রত্যাশায় প্রতিটা দীর্ঘশ্বাস
আশরাফুল মখলুকাতদের ।
প্রজাপতি ভাবনার পাখায় দুঃস্বপ্নেরা
দানাবেঁধে আছে ।
সময়ের ধূপকাঠিতে জ্বলছে আতঙ্কগ্রস্থের
নিরুপায় প্রলাপ ।
আত্মবিশ্বাসের প্রজ্বলিত শিখা
রন্ধে রন্ধ্রে ছুড়িয়ে দিক সহনশীলতার
সাহসী প্রলেপ ।
পরিএানের অদৃশ্য হাতছানিতে
নতুন আগামী অপেক্ষামান ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here