একটি কবিতা

– নাসিমা হক মুক্তা

 

আর কিছুটা বছর
অপেক্ষা করো, নিরাশ হয়ো না!
কাচের আয়না নয়,
মনের খাঁচার ক্যানভাসটিতে ঝুলিয়ে রাখো
দরজা খোলা রাখো।
তারপর মনস্থির করো, কিছু ভাবো আমাকে নিয়ে
আঁকো মনোহর কিছু,স্পর্শে অনুভব করো
ঠোঁটজোড়া, হাত দু’টো বাড়াও
বুক প্রসারিত করো
টেনে নাও, গিলে নাও সবকিছু
যা ছিলো সবই তোমার জন্য।

হে প্রিয় – এই বাগানে
পালন করো কিছু অখন্ড নীরবতা!
লুকিয়ে থাকো রঙিন চকে
উপভোগ করো বাঁধভাঙা প্লাবন।
শিরা থেকে উপশিরা
চুলের ডগা থেকে নখের নকশায়
চোখের পাঁপড়ি থেকে মণিতে
গলা থেকে জরায়ুর ডিম্বাশয়ে,
পাঠ করো শরীরের বাক্যবিধি
সাজাও ব্যাকরণের শব্দের বিন্যাস।

তবে সাবধান! শব্দের গাঁথনি যেন শক্ত হয়।
এরপর একটি কবিতা লেখো –
যে কবিতাটি চিরকাল
কামে আনন্দে নোঙর তুলে
নিঃশব্দে বয়ে যাবে নদী।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here