hasinaষ্টাফ রিপোর্টার :: নাশকতাকে দেশের সকল নাগরিককে এক সাথে প্রতিহতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশের উন্নয়ন করতে চায়, বিএনপি-জামায়াত তখন দেশে জ্বালাও-পোড়াও শুরু করে।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমুদ্র সীমায় নিরঙ্কুশ সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্জিত সমুদ্র অঞ্চলের মাধ্যমে দেশে আরও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমুদ্র সম্পদের অন্বেষণ, আহরণ আমাদেরই করতে হবে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী বাহিনী। এসব ক্ষেত্রে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দরবন, চট্টগ্রাম ও সমুদ্র এলাকার নিরাপত্তা রক্ষায় এ বাহিনী কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করেছে। এখনো কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প আমরা নিজেদের অর্থায়নে করছি।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here