‘নারীর যোগ্যতাই নারীকে এগিয়ে যেতে হবে’ খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি :: শনিবার দুপুরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৭ উদ্‌যাপন উপলক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাভানা আক্তার এমপি বলেন, মানুষ আগে নারীকে শুধু নারী হিসেবে ভাবতো। নারীরা সেই বেড়াজাল থেকে বেড়িয়ে এসেছে। নারীরা আজ পর্বতশৃঙ্গের উপরে উঠে বাঙ্গালী জাতির পতাকা উত্তোলন করছে। নারীরা এখন সব পারে। নারীদেরকে মানুষ হিসেবে বাঁচতে হবে। নারীকে কর্মদক্ষতার মাধ্যমে পুরুষের পাশাপাশি এগিয়ে যেতে হবে। যোগ্যতার বিচারে নারীকে স্থান দিতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নারীদেরও ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকারের আমলে বাংলাদেশ দুর্ণীতিতে পর পর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সেই দূর্নীতির ক্যান্সার থেকে বাংলাদেশ বেড়িয়ে এসেছে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদীজাতুন আছমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি কামরুল হাসান সোহেল, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, জেলা মহিলা সংস’ার চেয়ারম্যান এডভোকেট রওশন আরা বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here