আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: বাংলাদেশের অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে কোন কিছু সম্ভব নয় মন্তব্য করে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, নারীদের সাথে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

রবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে হলরুমে সদস্য শতরূপা চাকমার সভাপতিত্বে দুস্থ গরীব,বিধবা নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কংজরী চৌধুরী এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। শতরূপা চাকমা তার স্বাগত বক্তব্যে বলেন, নারীদের স্বাভালম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে হলে দক্ষতা অর্জন ও আত্ম নির্ভরশীল হয়ে প্রাপ্ত সেলাই মেশিন কাজে লাগিয়ে স্বাভলম্বী হতে চেষ্টা করতে হবে। এতে ৫০ জন দুস্থ গরীব,বিধবা নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা,দীঘিনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here