মোঃ আজিজুর রহামান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহের নান্দাইলে চাচাতো রড়ভাইয়ের মোটর সাইকেলে চড়ে করোনার ভ্যাকসিন দিয়ে স্কুলে যাবার পথে দ্রুতগতির কাভার্ড ভ্যান চাপায় রাজিয়া সুলতানা বন্যা (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।নিহত রাজিয়া সুলতানা বন্যা নান্দাইল উপজেলার মধ্য বারুইগ্রামের খুররম মিয়ার মেয়ে। সে স্থানীয় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)সকাল ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদরের নরসুন্দা নদের উপর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়ায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার ভ্যাকসিন দিয়ে চাচাতো রড়ভাই হামীম মিয়া দিপুর সাথে মোটর সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল রাজিয়া সুলতানা বন্যা।

পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদরের নরসুন্দা নদের উপর ব্রীজ এলাকায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় চিটকে পড়ে স্কুলছাত্রী বন্যা। এ সময় কাভার্ড ভ্যানের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান আকন্দ এ ব্যাপারে বলেন, ‘ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here