জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ভাষণ প্রচার, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধ আবু তাহের, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শ্লোগান ছিল, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। বঙ্গবন্ধু নিজের মত করে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। যা বাঙালির বুকে আজও নাড়া দেয়। বঙ্গবন্ধুর ডাকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর অমর বাণী, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তাই তো এই বাংলার আকাশে বাতাসে এখনও ধ্বনিত হয় বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here