নাছিরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র পেল দুই শতাধিক পরিবার
নাছিরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র পেল দুই শতাধিক পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনিতে নাছিরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক নদীভাঙা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (২২জানুয়ারি) সকালে মেঘনাতীরের তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সহকারি মো. জসিম উদ্দিন, কাদির পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেজবাহ উদ্দিন, সমাজ সেবক ইব্রাহিম সুমন, সংগঠনের সভাপতি জুয়েল হাওলাদার, সাধারণ সম্পাদক সবুজ আলম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন রাজু প্রমুখ।

শীতবস্ত্র পেয়ে খুশি নদীভাঙা ও অসহায় শীতার্ত পরিবারের লোকজন। নিম্ন আয়ের মানুষ শীত নিবারণের জন্য চাইলেই শীতবস্ত্র কিনতে পারেন না। সেক্ষেত্রে সংগঠনটির উদ্যোগে স্থানীয় শীতার্ত মানুষের শীত নিবারণ সম্ভব হবে।

প্রসঙ্গত, সংগঠনটি উপকূলবর্তী এলাকার মানুষের উন্নয়নে নানামুখী কাজ করছে। মুমূর্ষু রোগীদের রক্তদানে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয়ভাবে মানুষের প্রশংসা কুড়িয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here