অপহরণএনামুল হক কাশেমী, বান্দরবান প্রতিনিধি :: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলীক্ষ্যং মিরঝিরি গ্রাম থেকে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃত যুবকের নাম আবুল বশর(২৫), পিতা- হাজী মো. লাল মিয়া।সন্ত্রাসী রা তার মুক্তির জন্যে দাবি করেছেন ৩ লাখ টাকা। গত ৩মাসের মাধ্যে বাইশারী এলাকায় এটি তৃতীয় অপহরণ ঘটনা।

অপহৃত যুবকের বড় ভাই মো. বাদল মিয়া জানান, সোমবার রাত সাগে ৩টায় ৭/৮ জনের সশস্ত্র সন্ত্রাসীর দল ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে দুই ভাই মো.বাবুল মিয়া ও আবুল বশরকে ধরে নিয়ে যায়। পরে মো.বাবুল মিয়াকে ছেড়ে দিলেও ছোট ভাই আবুল বশরকে তাদের সাথে গহীন বনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার দুই ঘন্টা পর অপহৃত আবুল বশরের মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করেছে পরিবারের সদস্যদের কাছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে মোবাইল ফোনে জানিয়ে দেয়া হয়েছে।

আলীক্ষ্যং পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রিয়লাল ঘোষ একদল পুলিশ সদস্য নিয়ে অপহৃত যুবককে উদ্ধারের অভিযান শুরু করেছে। তবে সন্ধ্যায় এ সংবাদ পাঠানো পর্যন্ত অপহৃত ব্যক্তির কোন সন্ধান মেলেনি। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু মুসা বলেন, অপহৃতকে উদ্ধারে পুলিশের ২টি দল অভিযানে নেমেছেন।

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির নায়েব সুবেদার খোরশেদ আলম জানান,অধিনায়কের নির্দেশে অপহরণের ঘটনা শুনার পর পরই সম্ভাব্য স্থানে ঘেরাও করার পর অভিযান চালানো হচ্ছে। অবশ্যই যে কোন মূল্যে অপহৃতকে উদ্ধার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হবে।

গত বছর পৃথকভাবে কমপক্ষে ২৫টি অপহরণের ঘটনা ঘটেছে কেবল বাইশারী ইউনিয়নের দুর্গম গ্রামসমুহে। সোমবারেরর অপহরণ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here