নবীগঞ্জের- আইনগাও সড়কের বেজনীর খালি নামক স্থানে বুধবার রাত সাড়ে ৮টায় ডাকাতি সংঘঠিত হয়েছে। মুখোশধারী ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ৪টি সিএনজি আটক করে। ডাকাদল চুড়ি,ডেগারসহ দাড়ালো অস্ত্র দিয়ে বালিধারা বাজার থেকে নিজ নিজ বাড়ীতে আসার পথে ১৫/২০ জন যাত্রীকে বেদড়ক মারপিট করে। এসময় তাদের নিকট থেকে নগদ টাকা,৩টি মোবইলসহ বিভিন্ন প্রকারের মালামাল লুটের ঘটনা ঘটে। উত্তেজিত জনতা প্রতিরোধ গড়ে তোললে ডাকাতরা পালিয়ে যায়। এসময় অজ্ঞাতনামা এক ডাকাতকে আটক  করে পুলিশে সোপর্দ করা হয়। ডাকাতদের হামলায় সিএনজি চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ডাকাতসহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে  উল্লেখিত সময়ে ব্যবসায়ী হিরা লাল দাশসহ অন্যান্য যাত্রীরা বালিধারা বাজার থেকে নিজ নিজ বাড়ীতে রওয়ানা হয়। বেজনীরখালি নামক স্থানে পৌছামাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা ডাকাতদল তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। যাত্রী ও সিএনজি চালকদের হাত-পা বেধেঁ নগদ টাকা,মোবাইল ফোনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীদের চিৎকার শুনে আশ-পাশের রোকজন এগিয়ে আসে। জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যাবার সময় অজ্ঞাতনামা এক ডাকাতকে আটক করা হয়। পরে উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। ডাকাতদেও হামলায় আহত যাত্রীরা হলেন,ব্যবসায়ী হিরা লাল দাশ (৪০) আউয়াল (৩২) রাজিদ মিয়া (৪০) ছফির মিয়া (৩২)এবং অজ্ঞাতনামা এক ডাকাত (৩৫) । অন্যান্য আহতরা চৌধুরী বাজার,বালিধারা বাজার সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়াগেছে। সমপ্রতি ঘণ ঘণ সড়ক ডাকাতি বৃদ্ধিও ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। আইন শৃংখলার চরম অবনতিতে উদ্ধেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মিয়া/নবীগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here