কাজী আসমা আজমেরী

স্টাফ রিপোর্টার :: ভ্রমণকণ্য কাজী আসমা আজমেরী- এই বছরে আর জামা কাপড় কিনব না, সেই টাকা দিয়ে তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের খাবারের ব্যবস্থা করে দিবেন বলে জানিয়েছেন।

কাজী আসমা আজমেরী আজ বৃহস্পতিবার ইউনাইটেড নিউজকে আরো জানান, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্ররা যেন না খেয়ে মরে না যায়, কিংবা তারা যাতে কষ্ট না পায় এবং তাদেরকে জীবিকার জন্য বাড়ির বাইরে আসতে না হয়, সেই দিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। আমাদের সাধ্যমত তাদের দিকে হাত বাড়ালে এ সময়ে তাদের কষ্ট দূর হয়ে যাবে।

তিনি আরো বলেন, গুলশান-বনানীতে আভিজাত লোকজন আছে বাড়ির ভিতরে নিশ্চিন্তে রয়েছেন, তেমনি করে যারা আজকে দিন মজুর, রিকশাচালক, ভ্যান চালক কাজের বুয়া, দোকানের কর্মচারী, চা দোকানদানে কাজ নেই-আয় নেই, এ সময় সে সকল মানুষদের দুশ্চিন্তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

কাজী আসমা আজমেরী আগামী কয়েক দিনের মধ্যে খুলনায় এ কাজ বাস্তবায়ন করবেন বলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কাজী আসমা আজমেরী বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাভেলার্সদের মধ্যে অন্যতম একজন। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়িয়েছেন বিশ্বের ১১৫টি দেশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here