ঢাকা: অনিচ্ছুক হলেও জীবন আর জীবিকার টানে অনেকেই ফিরছেন এ নগরীতে। নিজের নীড়ে ফিরলেও নতুন করে গুছিয়ে নেয়ার হ্যাপা পোহাতে হবে অনেকের। আর এসব নিয়েই আমাদের আজকের আয়োজন।

♦ আপনার বাড়ির প্রতিটি ঘর ভালোভাবে দেখে নিন। যেসব জায়গা বেশি পরিষ্কার করা দরকার, তার একটি তালিকা তৈরী করুন।

♦ বাড়ির সবাইকে তালিকা মিলিয়ে একেকটি দায়িত্ব দিন। এতে কাজও তাড়াতাড়ি হবে আর সবার অংশগ্রহণও বাড়বে।

♦ বিছানা ঝেড়ে ফেলুন। সেইসাথে বালিশের কভারও বদলে নিন।

♦ ঘর ঝাড় দেওয়া বা মোছার সময় বাঁচাতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। পাশাপাশি পর্দা বদলাতে পারেন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র যথাযথ স্থান রাখুন।

♦ রান্নাঘর খুব গুরুত্বপূর্ণ জায়গা।তাই নতুন ঘরে ঝাট দেয়া ও পরিষ্কার করতে হবে।

♦ ব্যাগ থেকে সব কাপড় বের করে আলমারিতে গুছিয়ে রাখুন।

♦ অনেকেই দেখা যায় যায় দেশের বাড়ি থেকে চাল থেকে শুরু করে অনেক সবজি বা ফল নিয়ে আসেন। এগুলোকে বাইরে না রেখে ফ্রিজে রাখুন।

♦ একদিনে সব কাজ করতে যাবেন না। তাই অন্তত ২ দিন হাতে রেখে আসার চেষ্টা করুন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here