পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের এক সফরে খাবারের বিলই আসে এসেছে ৩৪ লাখ রুপি। সম্প্রতি দেশটির প্রদেশ বেলুচিস্তান সফরকালে প্রধানমন্ত্রীর খাবারের বিলটি সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে পড়ার পর পাকিস্তানজুড়ে হাঙ্গামা শুরু হয়েছে।

গত ১৩ ডিসেম্বর নেওয়াজ শরীফ বেলুচিস্তান সফর করেন। বেলুচিস্তান সরকাররের খরচে তার সফরের সকল ব্যয়ভার বহন করা হয়। সফরের দুইদিন আগেই কোয়াটা সেরেনা হোটেলে খাদ্যের তালিকা পাঠানো হয়। যার খরচ ৩৪ লাখ ২৫ হাজার রুপি ছিল।

সামাজিক যোগাযোগ সাইটে প্রচারিত ডকুমেন্টারিতে দেখা যায়, মেহমানদের খাদ্য ছাড়াই শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিবেলার খাবার ছিল সাড়ে পাঁচ হাজার রুপির। এ সফরে মেহমানদের জন্য তৈরি করা হয়েছে ১৯ লাখ ২৫ হাজার রুপির খাবার।

সূত্র : ডেইলি পাকিস্তান উর্দু

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here