নওগাঁ : তত্বাবধায়ক সরকারের দাবিতে এবং তফশীল ঘোষনা করার প্রতিবাদে নওগাঁয় ১৮ দলের ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচীর প্রথমদিন শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রানীনগর রেল ষ্টেশনের উত্তরপাশে ডাঙ্গাপাড়া নামক স্থানে ব্রডগেজ লাইনের ফিসপ্লেট তুলে ফেরা হয়।

এ সময় খুলনাগামী রুপসা আন্তানগর ট্রেনটি সান্তাহার স্টেশনে আটকা পড়ে, একই ভাবে খুলরাগামী রকেট মেইল আক্কেলপুর ষ্টেশনে আটকা পড়ে।

ফিসপ্লেট মেরামত করার পর প্রতিটি ট্রেন ২ থেকে তিন ঘন্টা পর ট্রেন গুলো ছেড়ে যায় বলে স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ঘটনায় ট্রেন যাত্রীদের অর্বনীয় দূভোগের মধ্যে পড়তে হয়।

এদিকে জেলা সদরে ১৮ দলীয় ঐক্য জোটের পক্ষ্বে শহরের ব্রীজের মোড়,বালুডাঙ্গা বাসস্টাডসহ ১০ উপজেলা সদরে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধান প্রধান সড়ক অবরোধ করে।

শহরের ব্রীজের মোড়ে অবরোধ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোঃ এরশাদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কুশ পুত্তলিকা দাহ করা হয়।

এসময় ব্রীজের মোড় স্বাধীনতা ভাস্কর্য চত্বরে জেলা বিএনপি’র সভাপতি সামসুজ্জোহা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, পৌর মেয়র নাজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু, আব্দুল মতিন তালুকদার, নাসির উদ্দিন আহমেদ, মাওলানা আব্দুর রাকিব, মহিউদ্দীন আহমেদ, বায়েজিদ হোসেন পলাশ, আমিনুল হক বেলাল, আশিক ইকবাল ওথেলো, সীমা চৌধুরী, শফিউল আজম ওরফে ভিপি রানা, আব্দুর রহিম প্রমুখ।

তন্ময় ভৌমিক/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here