কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ’র মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার আজিজ জানান, প্রাগপুর ইউপি’র জামালপুর সীমান্তের ১৫২-২(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আজিজ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৯১লালবাগ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর রাজ কুমার। ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় বাংলাদেশীদের দেখামাত্র গুলি না করা, সীমান্ত সংলগ্ন এলাকার আবাদী ফসল কর্তন না করাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here