সজল দেব, মৌলভীবাজার প্রতিনিধি

শিক্ষা প্রসারে অনন্য অবদানের জন্য মৌলভীবাজারের জুড়ীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আশুক দেশের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৯ জানুয়ারী সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্টানে প্রধানমন্ত্রি শেখ হাসিনা তাকে দেশের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যানের মেডেল ও সনদপত্র প্রদান করেন।

জানা গেছে, ২০০৫ সালে প্রতিষ্টিত জুড়ী উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক। জুড়ী উপজেলায় সাধারন শিক্ষা, নারী শিক্ষা ও ইসলামী শিক্ষা প্রসারে তিনি একটি ডিগ্রী কলেজ, একাধিক প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও এতিম খানা প্রতিষ্টা করেন। এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান এম এ মমুীত আশুক জানান স্কুল উপযোগী শিশুর স্কুলে শত ভাগ ভর্তি নিশ্চিত করতে না পারায় শিক্ষা ক্ষেত্রে তার করনীয় অপূর্ণ থেকে গেছে।

উল্লেখ্য, গত বছর জুড়ী উপজেলায় স্কুল উপযোগী ৯৯.০৬ ভাগ শিশু স্কুলে ভর্তি হয়। কয়েকটি প্রতিবন্ধি শিশুর কারনে শতভাগ ভর্তি নিশ্চিত করা যায়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here