দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে প্রাণ হারালেন লিপি

শরীয়তপুর প্রতিনিধি :: দীর্ঘদিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।

হাফসা লিপি নামের ৩৪ বছর বয়সী ওই নারী গত চার দিন ধরে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরে তিন বছর বয়সী এক শিশু ও দিনাজপুরে এক কিশোরের মৃত্যু হয়।

জানা যায়, হাফসার স্বামী সরদার আব্দুল সাত্তার তরুন (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। দুই সন্তান অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে সপ্তাহ তিনেক আগে ঢাকার কলাবাগানে উঠেছিলেন তারা।

সাত্তারের বড় বোন ডা. নুরুন্নাহার জানান, ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তার ভাই।পরে হাফসারও জ্বর হয়।

তিনি আরও জানান, গত ২৮ জুলাই পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লেও স্বামী অসুস্থ হয়ে বাসায় থাকায় স্বামীর সাথে তিনি নিজেও বাসায় থাকার সিদ্ধান্ত নেন।

‘কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে ওর অবস্থা খারাপের দিকে গেলে আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। ওইদিনই ওকে আইসিইউতে নেয়া হয়,’ যোগ করেন নুরুন্নাহার।

এদিকে মঙ্গলবার সকালে হাফসার লাশ নিয়ে শরীয়তপুরে তার শ্বশুর বাড়ির উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।

শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে হাফসাকে দাফন করা হবে বলে জানান নুরুন্নাহার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here