আমি কবি হতে চাইনি 

   
     দেলোয়ার জাহিদ
দ্রোহ আমার ধমনীতে
তাইতো নক্ষত্রহীন রাত, মেঘহীন আকাশ
স্টেশনের সব অন্ধ বাতি
শক্র সেনাদের  উপর – ঝাঁপিয়ে পড়ার কমান্ড “ফাইয়ার”
স্মৃতিতে দুর্বিত্তদের আর্তনাদ ক্ষীণ থেকে ক্ষীণ
আবেগের স্রোতে স্নান করার সময় কোথায় ?
শহীদ নুরু -আতিক, একাত্তরে তোমাদের সক্ষম আঘাত
চুরমার করেছিল ভৈরব ষড়যন্ত্রের প্রাসাদ
বিশ্বাসঘাতকদের বুলেটে ঝাঝরা করেছিলে তোমরা
তোমাদের সে আত্মবলিদান
নির্মমভাবে প্রতারিত হয়েছিল জীবনের সংজ্ঞায়
একটি প্রখর আগুন, অপরিবর্তনীয় কবিত্ব ও ভালবাসাকে
ইস্পাত কঠিন যোদ্ধা করে তুলে ছিলো আমায়।
আমি কবি হতে চাইনি
মিথ্যাকে অভিশাপ দেওয়ার জন্য সত্যের সাথ দিয়ে, আছি সময়ের অপেক্ষায়
এক যোদ্ধা ক্লান্তিহীন,  ইস্পাত কঠোর, জ্বালাবো প্রখর আগুন
বর্ণ বৈষম্য সমাজে
আমি কবি হতে চাইনি কারণ,
আমি গদ্যে জীবন যাপন করি,
কবিতা আমার থেকে দূরে সরে আছে;
হৃদয়কে পূর্ণ করে ভালবাসা ও সত্যের অপেক্ষায়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here