বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের প্রায় দু’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী মারবেল মেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ মেলায় অংশগ্রহন করেন সকল বয়সের হাজার-হাজার নারী ও পুরুষেরা। ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে শনিবার দিনভর এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলা কমিটির সভাপতি মিহির বিশ্বাস জানান, প্রতিবছর বাস- পূজা উপলক্ষে মারবেল মেলার আয়োজন করা হয়। প্রায় দু’শ বছর পূর্বে রামানন্দেরআঁক গ্রামের অলৌকিক সাধু মা সোনাই চাঁদ মন্দিরের ভক্তরা এ মেলার আয়োজন করেন। মারবেল খেলার মূলরহস্য কেহ বলতে না পারলেও কতিথমতে, বাপ-দাদারা এ মেলার আয়োজন করে আসছেন বিধায় এখনও তাদের উত্তরসূরীরা প্রতিবছরের ন্যায় এ খেলার আয়োজন করে।

এ বছরও মেলার প্রধান আকর্ষণ হিসেবে মারবেল খেলা অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে রাস-ার ওপরে, বাড়ির আঙ্গিনায়, জমির মধ্যে ৫ বছরের শিশু থেকে শুরু করে কিশোর, কিশোরী, যুবক-যুবতীসহ ৮০ বছরের বয়োবৃদ্ধরাও মেলার প্রধান আকর্ষণ মারবেল খেলায় অংশগ্রহন করেন।

মামুনুর রশীদ নোমানী. বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here