অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় সরকারি জিআর (খয়রাতি) প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে পুলিশের কাছে সোর্পদ করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

পরবর্তীতে আত্মসাৎকৃত চাল ফেরৎ দেয়ার মুচলেকা দিয়ে ছাড়া পায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি হুমায়ুন কবির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আগৈলঝাড়ায়।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বৃদ্ধ নিবাসের জন্য ২০১৩-২০১৪ অর্থ বছরের সরকার প্রদত্ত জিআর প্রকল্পের মাধ্যমে ১৪০ টন চাল বরাদ্দ করা হয়। ওই চাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি হুমায়ুন কবির কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভূয়া প্রকল্প দাখিলের মাধ্যমে আত্মসাৎ করেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ্‌ প্রতিষ্ঠিত আগৈলঝাড়ার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এতিমখানা ও বৃদ্ধ নিবাসের নামে এবং অন্যান্য প্রতিষ্ঠানের নামে জিআর প্রকল্পের ১৮টন চাল বরাদ্দ দেখিয়ে পুরোটাই আত্মসাৎ করে।

শনিবার রাত ৯টার দিকে নিজ নির্বাচনী এলাকায় ফিরে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সাংসদ আবুল হাসানাত আগৈলঝাড়ার ডাকবাংলোতে অভিযুক্ত কর্মকর্তাসহ অন্যান্যদের ডাকেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর সাংসদের নির্দেশে থানা পুলিশ হুমায়ুন কবিরকে আটক করে।

এরপুর্বেও নিজ দপ্তরের তিনলক্ষ টাকার চেকে উপজেলা নিবাহী কর্মকতা মোঃ আবুল কালাম তালুকদারের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ১৩ লক্ষ টাকা লিখে সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের সময় ব্যাংকের ম্যানেজারের কাছে ধরা পরেছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ বিষয়ে বলেন, আটকের পর গভীর রাতে আগৈলঝাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শচীন্দ্র নাথ বৈদ্য’র জিম্মায় দেয়া হয়।

অভিযোগের সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শচীন্দ্র নাথ বৈদ্য মোবাইলে বলেন, হুমায়ন কবির আত্মসাৎকৃত চাল ক্রয় করে ফেরৎ দেয়ার মুচলেকা দেয়ায় স্থানীয় সাংসদের নির্দেশে হুমায়ুনকে ছেড়ে দেয়া হয়েছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here