ডেস্ক রিপোর্ট : ভারতের রাজধানী নয়াদিল্লির ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দিল্লিতে ৯ জন এবং গাজিয়াবাদে ৩ জন নিহত হন। এ সময় আরো ১৩ জন আহত হয়েছেন।

ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯২ কিলোমিটার।ঝড়ে দিল্লির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো পূর্ব দিল্লি, নোইদা এবং গাজিয়াবাদ। ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি বিমান। এছাড়া বাতিল হয়ে যায় ২৫টির বেশি ফ্লাইট।  এছাড়া, ঝড়ে শহরের সাড়ে তিনশয়েরও বেশি গাছ উপড়ে পরছে বলে জানা গেছে।

গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার কারণে দিল্লির অনেক সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।শহরের ইন্ডিয়া গেট, মিন্টো রোড, আইটিও ক্রসিং, ডিডিইউ মার্গ, রিজ রোড, রিং রোড, পাঞ্চ কুইয়ান রোড, নিজামুদ্দিন রোড এবং মাথুরা রোডে সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম চোখে পড়ে। এছাড়া, বিদ্যুৎ না থাকার কারণে ঘণ্টাখানেকের জন্য বন্ধ থাকে মেট্রো রেল সার্ভিস।

তবে ঝড়ের পর দিল্লি শহরের অসহনীয় তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে।

তথ্যসূত্র : দ্য হিন্দু/ইন্ডিয়া টাইমস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here