দাম্পত্যের ৫ টিপসস্টাফ রিপোর্টার :: এক সঙ্গে থাকবেন বলেই চারহাত এক হওয়া। সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই তো এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হয় তখনই যখন একে অপরের বড্ড বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। তাতে নষ্ট হয় ব্যক্তিগত পরিসরটুকু। আবার তুচ্ছ ঘটনা থেকেও তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি। তাই দেখে নিন কী করে অশান্তি এড়িয়ে দু’‌জনে এক সঙ্গে পথ হাঁটতে পারেন।

১. আপনি পুরুষ হন বা স্ত্রী— ঘনঘন দামি উপহার দেবেন না। অনেক সময়ই স্বামী এবং স্ত্রীর রোজগার সমান হয় না। আপনি সঙ্গী বা সঙ্গিনীকে বারবার দামী উপহার দিলে তিনিও যে সমমূল্যের দামী উপহার দিতে পারবেন, তার কোনও মানে নেই। এক্ষেত্রে অনেক সময়ই ভুল বোঝাবুঝি তৈরি হয়।

২. কোনও সমস্যায় পড়লে আপনিই যে তার একমাত্র অবলম্বন সেটা বোঝানো বন্ধ করুন। তাহলে তার স্বাবলম্বী মনোভাব নষ্ট হতে পারে।

৩. এক সঙ্গে কোথাও যাওয়ার হলে, বারবার দেরি করার অভ্যাস ছাড়ুন। এতে তিক্ততা তৈরি হয়।

৪.‌ নিতান্ত প্রয়োজন না হলে আপনার সঙ্গী বা সঙ্গিনীর জন্য নিজের পেশা–জীবনের কোনও ক্ষতি করবেন না। এতে আপনার আত্মমর্যাদা ক্ষুণ্ন হতে পারে।

৫.‌ স্বভাব হোক বা সাজগোজ— জোর করে কিছু পাল্টে ফেলার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আরোপিত কোনও কিছুই দীর্ঘস্থায়ী নয়।‌‌‌

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here