মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি :: গলায় টিউমার নিয়ে ৩মাস যাবৎ চিকিৎসার জন্য ঘুরেছেন দরিদ্র আম্বিয়া বেগম। তার দিন মজুর ছেলে মো. রফিকুল ইসলাম মাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন। ইতোমধ্যে ধারদেনা করে চিকিৎসা চালালেও এখন আর ব্যয় বহন করতে পারছেন না তার পরিবার। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন ডা. বিপ্লব বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার গলার টিউমার অপারেশনের জন্য প্রায় একলক্ষ টাকা প্রয়োজন।

কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে আম্বিয়া বেগমের ছেলে দরিদ্র দিন মজুর মো. রফিকুল ইসলাম তার মায়ের চিকিৎসার জন্য বিত্তবানদের দারে দারে ঘুরছেন।

মো. রফিকুল ইসলাম জানায়, গত ৩মাস আগে তার মা আম্বিয়া বেগমের গলায় ছোট একটি ফোঁড়ার মত দেখা দেয়। এরপর এর আকার বাড়তে থাকে এখন পুরো গলা জুরে টিউমারটি বড় হয়ে গেছে, এর চিকিৎসায় ইতোমধ্যে ৪০ হাজার টাকা খরচ করে ফেলেছে।। দরিদ্র এ দিনমজুরের পক্ষে মায়ের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। এজন্য বিত্তবান, জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন। টাকা পাঠানো ও যোগাযোগের জন্য ছেলে মো. রফিকুল ইসলাম ০১৯২৭৬৪৩৪৯৭।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here