মার্কিন স্যাটেলাইটে ধরা পড়েছে দক্ষিণ চীন সাগরে নির্মিত সাতটি কৃত্রিম দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিত্র। যেখানে দেখা যাচ্ছে এই দ্বীপগুলিতে অ্যান্টি-এয়ারক্রাফট ও অ্যান্টি মিসাইল ক্ষেপণাস্ত্র বসিয়েছে চীনা সেনা।

এই স্যাটেলাইট চিত্র সামনে আসতেই দক্ষিণ চীন সাগরে আধিপত্য কায়েমের অভিযোগ তুলে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তারা যে চীনের শক্তি বৃদ্ধিকে বরদাস্ত করবে না তাও জানিয়েছে।

গাভেন, হুগেজ, জনসন ও কার্টেরন প্রবাল প্রাচীরগুলিতে ক্ষেপণাস্ত্র বসিয়ে দক্ষিণ চীন সাগরে তাদের নিরাপত্তা মজবুত করার কাজ করছে চীন। এমনই জানিয়েছে দি এশিয়া মার্টিটাইম ট্রান্সপারেন্সি ইনিসিয়েটিভ। এমনকি ফেরি ক্রস, সুবি ও মিসচিফ প্রবাল প্রাচীরেও এই ক্ষেপণাস্ত্র বসানোর কাজ চালাচ্ছে চীন। স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে ক্রুজ মিসাইলের হামলা প্রতিহত করতে গাভেন ও হুগেজ প্রবাল প্রাচীরে অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক বসানো হয়েছে। শত্রুকে টার্গেট করতে ব়্যাডার বসানো হয়েছে ফেরি ক্রস রিফে।

এএমটিআই ডিরেক্টর গ্রেগ পোলিং জানিয়েছে, এই প্রথম জোরের সঙ্গে তারা বলতে পারেন যে সেখানে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমই বসিয়েছে চীন। এমনকি তিনি অবাক হয়ে জানিয়েছেন যে তারা ভাবতেও পারেননি যে এত বড় মাপের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দক্ষিণ চীন সাগরে বসাতে পারে তারা। এক কথায় এই পুরো বিষয়টিকে সামরিকীকরণ বলে আখ্যা দিয়েছেন তিনি।

সূত্র: কলকাতা২৪x৭

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here