আ হ ম ফয়সল, কাঠমুন্ডু (নেপাল) থেকে:

 

পঞ্চম দক্ষিণ এশীয় স্যানিটেশন সম্মেলনে (সেকোসেন-৫) অংশগ্রহণকারী প্রতিনিধিরা নেপালের স্যানিটেশন কার্যক্রম পরিদর্শণ করেছেন। প্রতিনিধি দল শুক্রবার (২৫ অক্টোবর) কাঠমুন্ডু থেকে ৩৬ কিলোমিটার দূরত্বে কাবেরী জেলার সাহারদা বাতাসীর ঠাকুরিছাপ ও জাকিডল কুলতরাল গ্রাম পরিদর্শণ করেন।

সকালে প্রতিনিধি স্থানীয় চারি বুলজতি নিন্ম মাধ্যমিক ইংরেজী বিদ্যালয়ে পৌছলে শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় সুধীজনরা অতিথিদের ফুলেল সুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নেন। এখানে গ্রামের স্যানিটেশন ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন শেষে প্রতিনিধি দল পৃথক-পৃথক দুইটি দলে গ্রাম পরিদর্শণ করেন। এ সময় স্থানীয় স্যানিটেশন ব্যবস্থার সাথে বায়োগ্যাস উপাদন কার্যক্রম প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শণ করেন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন। গ্রাম পরিদর্শ শেষে প্রতিনিধি দল কালীকা মাধ্যমিক বিদ্যালয়ে পৌছলে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিভাবে নেপালী ট্রেডিশন অনুযায়ী নৃত্বের তালে-তালে ফুল দিয়ে পূণরায় গ্রামবাসীরা বাংলাদেশসহ আটটি দেশের প্রতিনিধি দলকে বরণ করে নেন।

দক্ষিণ এশীয় প্রতিনিধি দলের আগমন উপলড়্গ্যে স্কুল মাঠে জনাকীর্ন এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের পানি বিষয়ক পুরস্কার প্রাপ্ত এনজিও ডর্‌প এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমানসহ সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ এশীয় দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। স্থানীয় শিক্ষক সুবর্ণ শ্রেষ্ঠে’র মনমুগ্ধকর উপস্থাপনায় সমাবেশে স্থানীয় স্যানটিশন সংক্রান্ত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হরিগোপাল, অনুষ্ঠান আয়োজক সেক্রেটারী হরিগোপাল কর্মচারী, প্রধান শিড়্গক পুস্প রাজ রাউথ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের হতে ভালোবাসার স্মারক উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, পঞ্চম দক্ষিণ এশীয় স্যানিটেশন সম্মেলন (সেকোসেন-৫) কাঠমুন্ডুতে গত ২২-২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোঃ শহিদ খানের নেতৃত্বে বাংললাদেশের ৬৮ সদস্যের প্রতিনিধিসহ ভারত, নেপাল, আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলংকার স্যানিটেশন সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী পর্যায়ের চার শতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here