শিপফরাজী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

 

তেতুলিয়া নদীতে বালু বোঝাই কার্গো এম,ভি শাহজালালর সঙ্গে ধাক্কা লেগে ৩টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নদীতে পড়ে ৭জেলে নিখোঁজ ও ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ভোর ৫টায় চরমোতাহার সংলগ্ন তেতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

জেলে রিয়াজ মাঝি জানায়, চট্টগ্রাম থেকে চরফ্যাশনের শশীভূষনগামী এম,ভি শাহজালাল নামক কার্গোটি চরমোতাহার সংলগ্ন তেতুলিয়া নদীতে আজ ভোর ৫টায় পৌঁছলে কুয়াশার অন্ধকারের মধ্যে কার্গোটি জাহের মাঝির ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পার্শ্বে মাছ শিকাররত নুরু মাঝি ও আলিম মাঝির ট্রলারের সাথে ধাক্কা লাগে।

এসময় ৩টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে ২০ জেলে নদীতে পড়ে যায়। ১০ জেলেকে আহতাবস্থয় অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ৭ জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হচ্ছে-ইয়ামিন (৩২), খায়রুল (৩১), মোশারেফ (৩৪), জনু বয়াতী (৩০), আকতার (৩২),আলম সারেং (২৮) ও অলিউদ্দিন (২৭)। আহত জেলেরা হলো জাকির (২৬), রুহুল আমিন (৩১), নেছার (৩২), ছলেমান বখশি (৩০), মোঃ হোসেন (৩৩), শাহীন ভুলাই (২৮), জসিম বাকলাই (৩০), সুফিয়ান (৩৪), শফি মাঝি (৩১) ও জাহাঙ্গীর ঢালী (৩৫)কে উদ্ধার করেছে। আহতদের স্থানীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জেলেরা জানিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here