দুই শতাধিক কম্পিউটার শিক্ষকের এমপিওর দাবী

সারোয়ার মিরন :: বেসরকারী শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত কম্পিউটার শিক্ষকদের এমপিওর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ২০১৬ সালের এমপিও প্রত্যাশী কম্পিউটার শিক্ষক পরিবার নামের একটি শিক্ষক সংগঠন।

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকাল সাড়ে দশটা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগি শিক্ষকরা জানান, ২০১০ সালের এমপিও নীতিমালা অনুযায়ী এনটিআরসিএ থেকে সুপারিশ প্রাপ্ত ৩৪০ জন কম্পিউটার শিক্ষক যোগদানের ছয় মাস সময় পার হলেও মাউশি এবং শিক্ষা মন্ত্রনালয়ের কাজের সমন্বয়ের অভাবে বেতন পাচ্ছেন না তারা। বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে বেতন ভাতা প্রাপ্তিতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় আরো বৃহত্তর কর্মসুচির ঘোষনা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক হ্যাপি ইয়াছমিন, সারোয়ার মিরন, মোঃ ফারুক হোসেন, স্মৃতিময় বড়ুয়া, জাসেদুল ইসলামসহ প্রমুখ।

মানববন্ধনে সারাদেশের দুই শতাধিক ভুক্তভোগি কম্পিউটার শিক্ষক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here