Tahmina Akter Shilpi

আমি নারী, আমিই প্রকৃতি

তাহমিনা শিল্পী

 

আমি নারী, সমাজের ইটের চাপায় পড়া ফ্যাকাসে মলিন একটি সবুজ ঘাস।

বুকে আমার অষ্টপ্রহর বাজে তাই ব্যাথাতুর ডাহুকের ডাক।

আমি নারী, আমি মাঝ সমুদ্রে ভাসমান এক ছোট্ট তরী,

লোকের মাঝে থেকেও তাই দূরে আমার বাস।

তবু, দিগন্তের প্রত্যাশায় সুনীল আকাশে বাড়াই হাত।

বসন্তের অপেক্ষায়, রোজ প্রজাপতির মত রঙীন হয়ে বাঁচি।

স্বপ্নসুধা করবো পান, তাই বৃষ্টিজলে ধুঁয়ে নেই আমার মনজানালা।

ভালোবাসার গোলাপি রুমালটা নিজের করবো বলে,

মাতাল জোছনা ছুঁয়ে লিখি কবিতা।

কারন, আমি কায়মনোবাক্যে বিশ্বাস করি,

স্রষ্ঠার অপরূপ সৃষ্টি প্রকৃতি ও নারী একই সুঁতোয় বাঁধা!!

 

লেখকের ইমেইলঃ– tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here