বেজে উঠবে ভায়োলিনছায়াতলে বেহালাবাদক

– তামীম চৌধুরী

 

আমার ভেতর তোমাকে বুনে দিয়েছিলে।

তুমি একটি বিরহ বীজ। দিন গেছে,

মাস গেছে, মানুষ দেয়ালে ঝুলিয়েছে

নতুন ক্যালেন্ডার

কয়েকটি যুগ কেটে গেছে

আকাশে স্থান বদল করেছে নক্ষত্র

ষড়ঋতু চক্রাকারে ঘুরে

কতোবার এলো-গেলো

তবু তোমার ফিরে আসা হলো না। বীজ

অঙ্কুরিত হয়েছে সেই কবে! পত্রপল্লব

আর ডালপালা গজিয়ে এখন সে

সুবিশাল মহীরুহ- আকাশচুম্বী।

আমি তার ছায়াতলে একজন বেহালাবাদক।

তুমি চলে গেলে এতটা করুণ সুরে

বেজে উঠবে ভায়োলিন

ভুলেও ভাবিনি!

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here