নিউজ ডেস্ক:

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের দাবি না মেনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে সারাদেশ অচল করে দেয়া হবে। এ মন্ত্রিসভার নির্বাচন পরিচালনা করার কোনো অধিকার নেই। এ সরকার জনগণের দাবি উপেক্ষা করে সম্পূর্ণ একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলছে।

তিনি বলেন, “অনেক ধৈর্য ধরেছি। আর ধৈর্য ধরার সময় নেই।”

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে ফখরুল এ কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আর বসে থাকার সময় নেই। এবার রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। আপনরা জেগে উঠুন।”

সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী রোববার জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

ফখরুল বলেন, “সংকট নিরসনে আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। তিনি এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। বরং প্রধামন্ত্রী সংসদে জানিয়েছেন, তাকে রাষ্ট্রপতি নির্বাচনকালী সরকার পরিচালনার অনুমতি দিয়েছেন।”

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার শপথ নেয় ২০০৯ সালের ৬ জানুয়ারি।

এরপর ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে ‘নির্দলীয়’ সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। তারা বলছে, ‘নির্দলীয়’ সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here