নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে উদ্ধারকারী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়।

এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধারকারী রিলিফ ট্রেনের উপ-সহকারী কর্মকর্তা মইষউদ্দিন ভূঁইয়া জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হলে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছিল। এসময় বিকল ট্রেনের সঙ্গে রিলিফ ট্রেনের সংঘর্ষ হয়। এতে রিলিফ ট্রেনের বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১১টার দিকে বিভাগীয় রেলপরিবহন কর্মকর্তা নাজমুল হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামত শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here