তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩২ মিনিটে তাঁকে বহনকারী ড্রুক এয়ারের কেবি-৩০২ ভিভিআইপি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ভুটানের পারো আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এ সময় শেখ হাসিনাকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী।

তিনদিনের ভুটান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, রানী জেটসান পেমা ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন। পাশাপাশি ভুটানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক অটিজম সম্মেলনে অংশ নেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here