'ডুব' নিয়ে যা বললেন শাওনস্টাফ রিপোর্টার :: অবশেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তিতে আর কোনো বাধা রইল না। যথাযথ কর্তনের মাধ্যমে ‘ডুব’ ছাড়পত্র পেয়েছে বলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির প্রধান বিবাদী হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেকে জয়ী বলেই মনে হচ্ছে। দেশের প্রচলিত নিয়ম ধরে শালীনতার মধ্যে থেকে যতটুকু সংশয় প্রকাশ করার দরকার- আমি সেটা করেছি। এবং ছবিটি আনকাট ছাড়পত্র পায়নি। এটাই আমার কাছে বড় বিজয়।’

শাওন আরও বলেন, ‘সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের কাছে আমি যে আশঙ্কার কথা লিখিত জানাই, সেটি যে তারা আমলে নিয়েছেন বেশ গুরুত্বের সঙ্গে- তাতেই আমি খুশি। কারণ সেন্সর বোর্ড ছবিটির পাঁচটি দৃশ্য কাটিয়েছে। এবং যে কাটগুলো দিয়েছে সেটি বাস্তবায়ন হয়েছে। যার মাধ্যমে প্রমাণ হয়েছে, উনি (মোস্তফা সরয়ার ফারুকী) আসলে ভুল ছিলেন। আমার আশঙ্কাই সঠিক ছিল। আমি সেন্সর বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি এর জন্য কৃতজ্ঞ।’

তাহলে তো পরিবর্তিত ‘ডুব’ এর সফলতার জন্য শুভকামনা জানাতেই পারেন! চটজলদি শাওন বলেন, ‘না, সেটা এখনই জানাতে পারছি না। কারণ, ছবিটি আগে দেখতে চাই। আমি বিশ্বাস রাখতে চাই, ছবিটি দেখে আমি স্বস্তি পাব।’

এদিকে পাঁচটি কর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘আমি অফিসে গিয়ে জানতে পেরেছি পাঁচটি কাট ঠিকই আছে। তারা তা কেটে দিয়েছে।’

তবে মেহের আফরোজ শাওনের দাবি নাকচ করে দিয়েছেন তিনি। তার ভাষ্যে, ‘সেন্সর বোর্ডে কারও প্রভাব খাটানোর সুযোগ নেই। সেন্সর বোর্ড কারও অভিযোগ আমলে নেয়নি। আমরা আমাদের নিজস্ব নিয়ম-নীতির সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় কর্তনের অনুরোধ জানিয়েছি।তারা তা যথাযথ সম্পাদনা করার ফলেই সেন্সর বোর্ড তা ছাড়পত্র দিয়েছে।’

‘ডুব’ ইরফান খান অভিনীত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, পার্নোমিত্র প্রমুখ। প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে ‘ডুব’। কিন্তু এর মধ্যে দেশ ও বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমে তৈরি হয় ছবিটির গল্প নিয়ে বিতর্ক। প্রকাশিত সংবাদগুলোতে অভিযোগ ওঠে, দেশের কিংবদন্তি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এ ক্ষেত্রে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের অনুমতি নেয়নি ফারুকী।

এমন অভিযোগ এনে ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে আপত্তিপত্র পাঠান শাওন। মূলত এর পরেই ছবিটির ছাড়পত্র নিয়ে তৈরি হয় শঙ্কা। উল্টোদিকে সিনেমাটির গল্প যে হুমায়ূন আহমেদের জীবনের একাংশ থেকে নেয়া সেটির একাধিক তথ্য-প্রমাণ দেশ ও বিদেশের গণমাধ্যমে প্রকাশ পেলেও সরয়ার ফারুকী বরাবরই অস্বীকার করেছেন। তার বক্তব্য ছিল এমন, ‘আমার সিনেমার সব চরিত্র কাল্পনিক। এটা বায়োপিক নয়।’

‘ডুব’ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে। জানা গেছে, ৩ নভেম্বরে ছবিটি মুক্তি পাচ্ছে। তারাই ধারাবাহিকতায় অচিরেই এ ছবির একমাত্র ‘আহা জীবন’ মর্ষিক গানটির ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। মধুমিতা হলে বুধবার গানটির দৃশ্যায়নে অংশ নিয়েছে চিরকুট। গানটি তৈরিও করেছে জনপ্রিয় ব্যান্ডটি।

এ ছবির নির্মাতা বৃহস্পতিবার বলেন, ‘গান ছাড়া হবে দ্রুত! তারিখ বলতেছি না, কারণ কখন মাথায় কী প্ল্যান আসে আমি নিজেও জানি না। এই যেমন প্রথমে প্ল্যান ছিল শুধু স্থিরচিত্র দিয়ে গানের ভিডিও ছাড়ব। তারপর হুট করেই মনে হলো চিরকুটকে দিয়ে কিছু শুট করি।’
ফারুকী বলেন, ‘তারপর কয় ঘণ্টার নোটিশে মধুমিতা সিনেমা হল দখল আর সারা রাত শুট। চিরকুটকে ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here