ঢাকা : চলতি ডিসেম্বরের মধ্যে সব প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

হরতাল-অবরোধের প্রতিকূলতা সত্ত্বেও যথাসময়ে পরীক্ষা শেষ হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ থেকে শুরু করে সারাদেশের চার কোটি ছেলেমেয়ে ও তাদের আভিভাবকদের উদ্বেগ আমাদের বহন করতে হচ্ছে। আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত টেনে মন্ত্রী বলেন, দেশে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা ও অস্বাভাবিক অবস্থা চলছে। এর ফলে আমাদের ছাত্র-ছাত্রী, বাবা-মা ও তাদের শিক্ষকরা নিরপদ নয়।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা হওয়া-না হওয়ার এই অনিশ্চয়তার মুহূর্তে অটো প্রশোশনসহ নানা ধরনের গুজব ও বিভ্রান্তির কথা শোনা যাচ্ছে। কিন্তু আমরা অটো প্রমোশনের কথা ভাবছি না এবং এটার কোনো প্রয়োজনও নেই।

এ সময় মন্ত্রী আগামী ১ জানুয়ারিতে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হবে বলে নিশ্চয়তা দেন।

সমাপনিসহ যেসব পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তাছাড়া ১৭ জেলায় প্রাথমিক সহাকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলে বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন। এই বাতিল হওয়া এই পরীক্ষাটি আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here