ডেস্ক রিপোর্ট::  সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

অন্যদিকে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনাও উদ্বেগজনক।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করে বিআইজেএফ। প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদক এবং যুগান্তরের প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে সংগঠনের নেতারা।

আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের বিষয় কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়া জরুরি বলে মনে করে বিআইজেএফ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here