ডর্‌প’র সভায় ভোলার ১৯টি খাল খনন ও ৩১টি খাস পুকুর সংস্কার দাবীপ্রতিনিধি :: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোলায় বেসরকারী সংস্থা ডর্‌প’র সহযোগিতায় পানি সম্পদ ব্যবস্থানা নাগরিক কমিটি আয়োজিত সভায়, ভোলা খাল পূর্ন খননসহ ১৯টি খাল খনন ও পূর্ন খনন, জেলা পরিষদের ৩১টি খাস পুকুর সংস্কার, সিএসওদের উপজেলা ও জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভূক্ত, পানি, স্যানিটেশন ও হাইজিনকে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডির সাথে যুক্ত করার দাবী জানানো হয়েছে।

ভোলা সদর জনস্বাস্থা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীর অফিস কক্ষে টেকসই পানি, স্যানিটেশন ও হাইজিন এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে করণীয় শীর্ষক এ্যাডভোকেসি সভায় এ দাবী জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ ব্যবস্থানা নাগরিক কমিটির সভাপতি এমএ তাহের।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (স্টীমিটর) মোস্তফা কামাল সিকদার, মো: ফিরোজ আলম, এলজিইডির ক্ষুদ্র পানি সম্পদ ব্যাবস্থাপনার প্রতিনিধি মো: শাহাজাহান।

অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ ব্যবস্থাপনা নাগরিক কমিটির সদস্য মো: আনোয়ার হেসেন, মজিবুল হক, ডর্‌প এর উপজেলা কে-অর্ডিনেটর তরুন কান্তি দাশ, সিএসও আবদুল মান্নান, আবুল কালাম আযাদ, বিলকিছ জাহান মুন, আরতি রানী দে, হাসিনা বেগম, গোলাপজান প্রমুখ।

সভায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আলম- খাসপুকুর সংস্কারের বিষয়ে বলেন, ভোলা সদর উপজেলায় ৩১টি খাস পুকুরের মধ্যে ৭টি পুকুরে আমরা সংস্কার ও খনন করার পরিকল্পনা গ্রহন করেছি। ইউনিয়নের নষ্ট নলকুপের তালিকা পেলে আমরা মেরামতের ব্যবস্থা করবো। ইউনিয়নে সাভিস ওয়াটার সাপ্লাইয়ের পরিকল্পনা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের রয়েছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here