ষ্টাফ রিপোর্টার :: ইংল্যান্ডের বিশ্বরেকর্ডের টেস্টে বার্মিংহামে সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১১৩তম টেস্টে ২২তম সেঞ্চুরির স্বাদ নিলেন কোহলি।
এই ইনিংস দিয়ে ২২তম সেঞ্চুরি পেতে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকারকে টপকে গেলেন কোহলি।
নিজের ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২২তম টেস্ট সেঞ্চুরি পেতে ১১৪টি ম্যাচ লেগেছিলো টেন্ডুলকারের। এক ম্যাচ কম খেলে ২২তম সেঞ্চুরি তুলে নিয়ে টেন্ডুলকারকে পেছনে ফেললেন কোহলি।
সবচেয়ে কম ম্যাচে ২২তম সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। ৫৮ ম্যাচে ২২তম সেঞ্চুরির স্বাদ নেন ব্র্যাডম্যান।
সর্বশেষ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের দশ ইনিংসে ১৩৪ রান করেন কোহলি। এবার ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম ইনিংসেই ১৪৯ রান করলেন তিনি। এটাই ইংল্যান্ডের মাটিতে কোহলির প্রথম সেঞ্চুরি।বাসস।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here