টিপু সুলতান
তুমি একটা গোলাপগাছ
-টিপু সুলতান
প্রতিদিন বসন্ত আসে অথচ
তুমি নিজেকে অবহেলায় রেখেছ
পড়োনি কোনো কিশোরী মুখ
তারই মুখোমুখি বসে ভাবো…
যে তোমাকে বেশী জানত
নগর জোড়া ভোর ডেকে খেলত
দুটি শালিকের মতো হোলি হৈ চৈ-
ঘাসের বুকে হাওয়ার নির্লজ্জ শরম
আইবুড়ো মে’র লিপিস্টিক ঠোঁট-
তোমার নিগূঢ় অনুবাদে
চুম্বনের দিঘীতে রাজহংস সাঁতার কাটে
রসালো জলে নিভৃত এক পাতালঘর
পৃথিবীর পথে-কোমল হাত খুলে
নরম ঘাসের শরীরে স্পর্শ বুনে দিও
মাটির চিলেকোঠায় লাল গোলাপগাছ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here