ডেস্ক রিপোর্ট : : সম্প্রতি ইংরেজি শব্দ ‘কোভিড আর্ম’ বা ‘কোভিড বাহু’ শব্দটি প্রচলিত হয়েছে। করোনাভাইরাসে টিকা নেওয়ার পর সৃষ্ট সমস্যাকে কেন্দ্র করে শব্দটির প্রচলন। কিন্তু বিষয়টি আসলে কী?

করোনাভাইরাসের টিকাদান শুরু হওয়ার পর থেকেই অনেকের বাহুতে অ্যালার্জির মতো একধরনের সমস্যা দেখা দিয়েছে। টিকা নেওয়ার পর বাহুতে এই পার্শ্বপ্রতিক্রিয়াকেই বলা হচ্ছে ‘কোভিড বাহু’।

কীভাবে বুঝবেন
টিকা নেওয়া বাহুটির ত্বক লাল হয়ে যেতে পারে ও প্রদাহ হতে পারে। এ ছাড়া টিকা নেওয়ার ৮-১০ দিন পর বাহুর ত্বক শুকিয়ে নানা ধরনের সমস্যা হতে পারে।

কতটা ভয়ের
চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়ার পরে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতায় পরিবর্তন আসে। এগুলো তারই প্রতিক্রিয়া। এটা খুব ভয়ের নয়। কিন্তু অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কাদের ঝুঁকি বেশি

যুক্তরাষ্ট্রে পরিচালনা করা এক সমীক্ষায় দেখা গেছে, এক এক কোম্পানির টিকায় এক একধরনের ‘কোভিড বাহু’ হচ্ছে। নারীরা তুলনামূলক এই সমস্যায় বেশি ভুগছেন। তবে নারীরা কেন বেশি আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারেনি বিজ্ঞানীরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here