টাঙ্গাইল : বিরোধী দলের ডাকা টানা তিনদিনের হরতালের প্রথম দিন  সোমবার টাঙ্গাইলে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

সকালে জেলা বিএনপির উদ্যোগে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরাতন বাস স্ট্যান্ড চত্বর ঘুরে পুণরায় অফিসের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

হরতাল চলাকালে শহরের সকল প্রকার দোকানপাট বন্ধ ছিল। কিছু কিছু রিক্সা ভ্যান, অটো-ট্যাম্পু চলাচল করলেও দুরপাল্লার কোন যানবাহন শহর ছেড়ে যায়নি। এছাড়া বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-গামী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হরতালের সমর্থনে সকালে মিছিল হলেও শহরের কোথাও ১৮ দলের নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। জেলার ১২টি উপজেলা শহরেও একই পরিস্থিতি বিরাজ করছে।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সকল প্রকার দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা শহরসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

শামীম আল মামুন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here