শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে বৃহম্পতিবার রাতে শ্যালকের লাঠির আঘাতে জামাত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জামাত আলী উপজেলার হরিশপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে।

হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বৃহস্পতিবার বিকালে হরিনাকুণ্ডুর রামখালী বিলে নিহত জামাত আলীর দুই শ্যালক আব্দুল বারেক ও নজির উদ্দীন মন্ডল বেশ কিছু মাছ ধরে ।

সন্ধ্যায় মাছ ভাগাভাগী নিহত জামাতের দুই শ্যালক বারেক ও নজিরের মধ্যে গোলযোগ হয়। খবর  পেয়ে রাত ৯টার দিকে বিরোধ নিস্পত্বি করতে আসে জামাত আলী। বৈঠকের এক পর্যায়ে নজির ও তার ছেলে নওশের আলী বারেককে মারতে উদ্যত হয়।

ওসি আরো জানান, জামাত আলী দুই ভায়ের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে আহত হন। আহত অবস’ায় তাকে রাত সাড়ে ৯ টার দিকে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস’্যকেন্দ্রে আনার পথে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আবুল খায়ের জানান, তিনি ময়না তদনে-র জন্য লাশ উদ্ধার করতে এখন হরিশপুর গ্রামে আছেন। থানায় ফিরে হত্যা মামলা রেকর্ড করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here