ঝিনাইদহ সদর উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামে সেনাবাহিনী ফিল্ড মেডিকেল হাসপাতাল স্থাপন করে গরিব দু:স্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। গত ১১ ডিসেম্বর থেকে শুরু করে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত তারা এ সেবা প্রদান করবে। শীতকালিন প্রশিক্ষন মহড়ায় এসে তারা এ চিকিৎসা প্রদান করছেন।

যশোর সেনানিবাসের ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হুদা খান জানান, তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে শুরু করে দিনব্যাপী প্রায় ১ হাজার বিভিন্ন প্রকারের রোগী দেখছেন। এর পাশাপাশি তারা ঝুকিপুর্ন নয় এমন রোগীদের অপারেশনও করছেন। দুরদুরান্তের যেসব রোগী ক্যাম্পে আসতে পারছেন না তাদের সুবিধার্থে সেই সব এলাকায় ভ্রাম্যমান মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও তারা চিকিৎসা দিচ্ছেন। গরীব ও দু:স্থ রোগীদের মাঝে বিনা মুল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। এ চিকিৎসা ক্যাম্পে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও জানান, তার অধিনে ফরিদপুর জেলার মধুখালিতে আরও একটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here