ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামে হতদরিদ্র কৃষক জহির উদ্দীনের ৩৩ শতাংশ জমির ধান দুর্বৃত্তরা জোর করে কেটে নিয়েছে। এ ঘটনায় কৃষক জহির সোমবার ঝিনাইদহের একটি আদালতে মামলা করেছেন।
ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মসলেম উদ্দীন জানান, রোববার গভীর রাতে চন্ডিপুর গ্রামের কতিপয় দুর্র্বৃত্ত জহিরের জমির ধান কেটে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। তিনি আরো জানান জহির উদ্দীন নিতান- দরিদ্র মানুষ। ৩৩ শাতাংশ জমির ধানই ছিল তার সম্বল।
কৃষক জহির উদ্দীন জানান, গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আমির হোসেন, রুহুল আমিনের ছেলে মকবুল, রশিদের ছেলে আমিনুল, চান মিয়ার ছেলে আলম, কপিল উদ্দীনের ছেলে বাদশা, রাজা ও উজিরসহ ১৫/২০ জন লোক রাতের আধারে তার ক্ষেত থেকে ধান কেটে নিয়ে যায়।
তিনি আরোও জানান, তাদের সঙ্গে তো আমার কোন শত্রুতা নেই, কেন যে ধান কাটলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। জহির বলেন ধানগুলো কেটে নেওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে তাকে না খেয়ে থাকতে হবে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যাবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here